উত্তর ব্রজপুরে স্বদলীয়দের হাতে আক্রান্ত বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  চড়িলাম বিধানসভার উত্তর-ব্রজপুরে  বিজেপির একাংশ উন্মত্ত নেতাকর্মীর হাতে আক্রান্ত হল বিজেপিরই এক কর্মকর্তা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আক্রান্ত বিজেপি কর্মকর্তার নাম মিঠুন দেবনাথ৷ এ রাজ্যের ক্ষমতা পরিবর্তনের জন্য যেসব বিজেপি নেতা ও কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরই একাংশকে নানা অপবাদ দিয়ে হামলা হজ্জতি এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে৷ এ ধরনের একটি ঘটনা ঘটেছে চরিলাম বিধানসভার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে৷ আক্রান্তের নাম মিঠুন দেবনাথ৷ তার বাড়িঘর ভাঙচুর  করা হয়েছে৷ মিঠুন দেবনাথের স্ত্রী, মা-বাবাকে মারধর  করা হয়েছে৷এলাকার উপপ্রধান পরিতোষ দেবনাথ, শক্তি  কেন্দ্রের ইনচার্জ গোপাল দেবনাথ ,খোকন দেবনাথ, বুথ সভাপতি রাজেশ দেবনাথের নেতৃত্বে  এই হামলার ঘটনা সংঘটিত করা হয়৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে আক্রান্ত মিঠুন দেবনাথ জানিয়েছেন তিনি বিগত বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি দলকে ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন৷ ক্ষমতায় আসার পর তার পরিবারে কন্যা সন্তান ভাতা, বৃদ্ধ পিতার ভাতা সহ  কোন সুযোগ-সুবিধাই প্রদান করা হয়নি৷ অফুরন্ত তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বলা হয়েছে তিনি নাকি কংগ্রেস দলে যোগ দিয়েছেন৷ এই অপবাদেই তার বাড়িতে হামলা ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে৷ এ ব্যাপারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *