দ্বি-সাপ্তাহিক হিসেবে চলবে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

মালিগাঁও, ২ নভেম্বর : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আগরতলা-স্যর এম. বিশ্বেস্বরায়া টার্মিনাল (এসএমভিবি)-আগরতলা হামসফর এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক থেকে দ্বি-সাপ্তাহিক (সপ্তাহে দুবার)হিসেবে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চাহিদা বৃদ্ধি ও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার জন্য সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটির পরিষেবার  মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। 

১২৫০৪নং আগরতলা-এসএমভিবি হামসফর এক্সপ্রেস ট্রেনটি ৮ নভেম্বর থেকে আগরতলা থেকে প্রত্যেক শনি ও মঙ্গলবার করে চলাচল করবে। ট্রেনটি ৫.৩০ ঘণ্টায় রওনা দিয়ে যথাক্রমে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার ২০.১৫ ঘণ্টায় বেঙ্গালুরু পৌঁছবে। একইভাবে ১২৫০৩ নং এসএমভিবি-আগরতলা হামসফর এক্সপ্রেস ট্রেনটি ১১ নভেম্বর থেকে বেঙ্গালুরু থেকে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ১০.১৫ ঘণ্টায় রওনা দিয়ে যথাক্রমে প্রত্যেক শুক্র ও সোমবার ২.৩০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।

উভয় ট্রেনে ১৮টি এসি-৩ টিয়ার, ০১টি এসি প্যান্ট্রি কার ও ০২টি লাগেজ কাম জেনারেটর কাম ব্রেক ভ্যান সহ মোট ২১টি কোচ থাকবে।

অন্যদিকে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ০৮০৪৭নং সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি সামার সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা আরও ০৪টি ট্রিপের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি ৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫.১৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।
একইভাবে, ০৮০৪৮নং নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সামার সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা আরও ০৪টি ট্রিপের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ৫ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ১২.১৫ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ২৩.৪৫ ঘণ্টায় সাতঁরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছবে। উভয় ট্রেনের গঠন, চলাচলের দিন, সময়সূচি ও স্টপেজ অপরিবর্তিত রাখা হয়েছে। 

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *