ডিফু (অসম), ২ নভেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে এসেছেন বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াত। আসন্ন রাজনৈতিক ছায়াছবি ‘ইমারজেন্সি’-র শুটিঙের জন্য লোকেশন খুঁজতে এসেছেন কঙ্গনা।
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর নির্মীয়মাণ সিনেমার জন্য পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন তিনি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তিনি চরবুরা ইংতি, মালাচি, কাকোচং, দোলামারা, আমটেঙ্গাবাজার, বোকাখাত শহরের জুগালাটি সহ কয়েকটি চা বাগান এলাকা পরিদর্শন করেন।
প্রসঙ্গত, বলিউড রানি গতকাল গুয়াহাটির উপকণ্ঠ সানডুবির মনোরম দৃশ্য উপভোগ করে কাজিরাঙায় রাত কাটিয়ে আজ কারবি আংলং এসেছেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ সকালে কঙ্গনা কাজিরাহার পার্শ্ববর্তী কারবি আংলং জেলার ইঙ্গলেপথার গ্রামের হংথোর রিসোর্টে পৌঁছেন।