নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির খোয়াই জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার৷ একদিন বৈঠকে উপস্থিত রাজ্য প্রভারি তথা কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র সিং৷ মঙ্গলবার খোয়াই জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় স্বপনপুরি অতিথি নিবাসে৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের এই খোয়াই জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সকাল ১১ টা থেকে ৷ রাজ্য প্রভারি তথা কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র সিং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংগঠনিক বৈঠকের সূচনা করেন৷ এদিনের এ সাংগঠনিক সভায় আলোচনা করতে গিয়ে রাজ্য প্রভারি তথা কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র সিং বলেন৷ রাজ্য এবং দেশ মোদিজীর হাত ধরে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে তার থেকে বাদ নেই ত্রিপুরা রাজ্য ও , সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুফল পাচ্ছেন দেশবাসী৷ মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়ে সমগ্র বিশ্ববাসী মুদির প্রশংসায় পঞ্চমুখ র৷ বিশ্বের দরবারে ভারতবর্ষকে সবর্োচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন মোদি৷ ত্রিপুরা রাজ্য তার সুফল নিচ্ছে , প্রধানমন্ত্রী আবাস যোজনা, হাড় ঘর নল, উজ্জলা যোজনায় ফ্রি গ্যাসের কানেকশন, সামাজিক ভাতা, কৃষকদের আর্থিকভাবে সহায়তা থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা, বিদ্যুৎ সম্প্রসারণ , যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হচ্ছে এ রাজ্যে ও৷ ত্রিপুরা রাজ্যে একটা সময় সামাজিক প্রকল্প গুলি থেকে শুরু করে অন্যান্য প্রকল্প গুলি নেতাদের পকেটে চলে যেত, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পের সরাসরি সুবিধাভোগ করছে সাধারণ জনগণ৷ ২০২৩ নির্বাচনে প্রত্যেক কার্যকর্তাকে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে দল এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে এই আশা ব্যক্ত করেন তিনি৷ এদিন জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি ৬০/৬০টি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে ২০২৩ নির্বাচনে৷ একটা সময় ২৫ খোয়াই বিধানসভার আসনটি সামান্য সংখ্যক ভোটের ব্যবধানের ফলে পরাজিত হয়েছিল বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে এই আসনে এবারে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি তা শুধু সময়ের অপেক্ষা৷ এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি অমিত রক্ষিত, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য প্রভারি মহেন্দ্র সিং, মুখ্য সচেতন কল্যাণী রায় , বিজেপির প্রদেশ সহ-সভানেত্রী পাতাল কন্যা জমা তিয়া, প্রদেশ কমিটির সহ-সভাপতি নমিতা দেববর্মা, কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা সহ ছয়টি মন্ডলের সভাপতি , সভানেত্রী, বিভিন্ন মোর্চা, ব্লক পঞ্চায়েত স্তরের জন প্রতিনিধিগণ৷
2022-11-01

