ব্যাডমিন্টন অ্যাসো-র সাধারণ সভা ৬ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আহ্বান করা হয়েছে আগামী ৬ই নভেম্বর। ওইদিন যোগেন্দ্রনগরস্থিত এক অভিজাত বেসরকারি হল ঘরে সকাল দশ টায় সভা শুরু হবে। সংশ্লিষ্ট সকলকে সময় মতো সভায় আসার জন্য সংস্থার সচিব সঞ্জীব কুমার সাহা অনুরোধ জানিয়েছেন। দূরবর্তী মহকুমা থেকে আগত সদস্যদের সভার কার্য শেষে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা চিন্তা করে প্রত্যেককে সময়ের দিকে বিশেষ দৃষ্টি দেবার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।