নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ বিশ্ব গায়ত্রী পরিবারের উদ্যোগে আগরতলায় ২৪ কুন্ডু যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে৷ গায়ত্রী পরিবারের পক্ষে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷ আগামী চার নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আগরতলার জয়নগর ডঃ বি আর আম্বেদকর সুকলে এই যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ উপলক্ষে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে৷ ধর্মপ্রাণ মানুষ জনকে এই ধর্মীয় আলোচনা চক্র এবং যজ্ঞ অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷
2022-11-01