ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে পিছিয়ে পড়লো মনুঘাট বি এম এস দল। ত্রিপুরার হয়ে খেলা ফুটবলাররা নিজেদের অভিজ্ঞতা এবং গতিকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন করলো ব্লাডমাউথ ক্লাবকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্র নগর স্কুল মাঠে কানায় কানায় ভর্তি ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলই উপভোগ্য ম্যাচ খেলতে থাকে। রক্ষণভাগকে শক্তিশালী করে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে শুরুতে খেলে দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ থেকে ডিফিন্সিভ হাফে দেবরাজ জমাতিয়াতে নামিয়ে আনতেই খেই হারিয়ে ফেলে মনুঘাটের ফুটবলাররা। আর এখানেই জয় পেয়ে যায় ব্লাডমাউথ। দল জয়লাভ করে ২-০ গোলে। গোলগুলো করেন সঞ্জয় জমাতিয়া এবং দেবরাজ জমাতিয়া। অত্যন্ত দক্ষতার সঙ্গে ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন চরণ মাদ্রাজি। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শঙ্কর রায়। ফাইনাল ম্যাচের সেরাসঞ্জয় জমাতিয়া, সেরা গলোরক্ষক অমিত জমাতিয়া, আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন প্রকাশ দাস। চ্যাম্পিযন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠেন ব্লাডমাউথ দলের ফুটবলার থেকে কর্মকার্তারা।
2022-10-31

