BRAKING NEWS

পরপর মৃত্যু, আতঙ্ক শিলিগুড়িতে, পুরসভার দিকে আঙুল বিরোধীদের

শিলিগুড়ি, ৩১ অক্টোবর (হি. স.) : সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল শিলিগুড়িতে। জ্বর এবং ডেঙ্গির উপসর্গ নিয়ে তাঁরা ভর্তি হয়েছিল বেসরকারি হাসপাতালে। প্লেটলেট নেমে গিয়েছিল। সঙ্গে অন্য রোগও ছিল।

মৃতদের নাম বিষ্ণুপদ সাহা এবং নান্টু পাল। দু’জনেই ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বিষ্ণুপদ সাহা ছিলেন ওয়ার্ড তৃণমূলের সম্পাদক। ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন বলে জানান মেয়র। ফের হু হু করে বাড়ছে সংক্রমণ।

সব মিলিয়ে চলতি বছরে শিলিগুড়ি পুর এলাকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০!
মাঝে কিছুটা প্রকোপ কমেছিল। উদ্বেগে শহরবাসী। মশার উপদ্রবে টেকা দায়। তৃণমূল পরিচালিত পুরসভার অদক্ষতাকেই দায়ী করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ডেঙ্গির প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তবে বিধায়কের অভিযোগ মানতে নারাজ তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *