মোরবি, ৩১ অক্টোবর (হি.স.) : গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় ও শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলে সেতুটির দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷ ধৃতরা হল দীনেশ দাভে (ওভেরা গোষ্ঠীর ম্যানেজার), দীপক পারেখ, টিকিট কাউন্টারের ক্লার্ক মনসুখ টোপাই, মাদেভ সোলাঙ্কি, নিরাপত্তারক্ষী অল্পেশ গোহিল, প্রকাশ পারমার, দিলীপ গোহিল, মুকেশ চৌহান ও দেবাঙ্গ পারমার।
সোমবার রাজকোট রেঞ্জের আইজি অশোক যাদব জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সেতুটির দায়িত্বপ্রাপ্ত সংস্থার ম্যানেজার ও নিরাপত্তারক্ষী আছেন। ঘটনার তদন্তে ‘সিট’ গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ প্রমাণের ভিত্তিতে আরও গ্রেফতারি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর শতাব্দীপ্রাচীন কেবল সেতু ভেঙে যায়। এই দুর্ঘটনার সময় ব্রিজটিতে কয়েকশো মানুষ ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। নিখোঁজ রয়েছেন বহু ৷ ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে গুজরাত সরকার। সোমবার সন্ধ্যার পর উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে ৷ মঙ্গলবার সকাল থেকে ফের তা শুরু হওয়ার কথা।