নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাগুলি ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নিগমের মেয়র ইন কাউন্সিল প্রদীপ চন্দ সহ অন্যান্যরা৷
সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে নিগমের মেয়র দীপক মজুমদার কথা বলেন এলাকার সাধারণ মানুষের সাথে৷ তাদের সুবিধা অসুবিধা গুলির বিষয়ে অবগত হন৷ পরে এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান নিগমের ১০ নং ওয়ার্ডে একটি রাস্তা রয়েছে, দীর্ঘ দিন ধরে রাস্তাটির কোন কাজ হয়নি৷ ফলে এলাকাবাসীদের সমস্যা হচ্ছিল এই বিষয়ে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলার অবগত করেছেন৷ এইদিন এলাকার লোকজন সহ নিগমের আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে৷ এই রাস্তাটি সংস্কারের কাজ দুই এক দিনের মধ্যে শুরু করা হবে৷ আগামি এক মাসের মধ্যে ১০ নং ওয়ার্ড এলাকার সমস্যা গুলি সমাধান করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷
আগরতলা পুর নিগমের কুমারীটিলা এলাকার পুকুরের চারপাস সরজমিনে পরিদর্শন করলেন নিগমের মেয়র দিপক মজুমদার৷ সাথে ছিলেন নিগমের কমিশনার, মেয়র ইন কাউন্সিল প্রদীপ চন্দ, ত্রিপুরা প্লেনিং কমিশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার অশোক সিনহা সহ অন্যান্যরা৷
একটা সময় এলাকাবাসিদের দাবি মেনে কুমারিটিলা পুকুর সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়৷ পুকুরের চারপাসে লাগানো হয় বেশকিছু গাছ৷ কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার ফলে পুকুরের চার পাশের গাছের ডালা কাটার উদ্যোগ গ্রহণ করা হয়৷ কিন্তু তাতে সমস্যা দেখা দেয়৷ তাই এইদিন পুকুরের চারপাস ঘুরে দেখা হয়েছে বলে জানান নিগমের মেয়র দিপক মজুমদার৷ তিনি আরও জানান পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছের প্রয়োজন রয়েছে৷ পাশাপাশি তিনি বলেন সরকার সকল ধরনের ব্যবস্থা করবে৷ সরকারি ব্যবস্থাপনাকে সফল রূপ দিতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন৷ তাই তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ পুকুরের চারপাসে লাইট লাগানোর পর চুরি হয়ে যায়৷ সেখানে নেশার ঠেক বসে৷ তাই আরক্ষা দপ্তরের সাথে আলোচনা করা হবে৷ কুমারিটিলা পুকুরকে সাজিয়ে তোলা হবে এবং ব্যবহারের যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি৷