নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক পবন পোদ্দার এবং ব্রতীন ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া ডাক বাংলোতে৷ এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷
এছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পৌরপিতা রূপক সরকার, সহ পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়ার বিশিষ্ট সংসৃকতিক ব্যাক্তিত্ব মনোরঞ্জন গোপ সহ টি.জে.ইউ খোয়াই জেলা ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির সমস্যরা৷ তাছাড়া প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকেও এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়৷ এদিন অনুষ্ঠানের শুরুতে একে একে সকলে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ পরবর্তীতে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক যথাক্রমে পবন পোদ্দার ও ব্রতীন ভট্টাচার্যের স্মরণে কিছু আলোচনা রাখেন৷