মস্কো, ২৮ অক্টোবর (হি.স.): স্বাধীন বিদেশনীতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া ও ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ভালডাই ডিসকাশন ক্লাব নামে মস্কোর একটি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভারত ও মোদীর ভূয়সী প্রশংসা শোনা যায় পুতিনের মুখে।
ভারতের একটি পরাধীন রাষ্ট্র থেকে বর্তমান অবস্থায় আসা থেকে স্বাধীন বিদেশ নীতি, সব কিছুরই গুণগান করেন পুতিন। পুতিন বলেন “মোদী দেশের জন্য অনেক কিছু করেছেন, তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক। ভবিষ্যত ভারতের হাতেই রয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এই দেশ গর্ব করতে পারে।” পুতিন আরও বলেছেন, রাশিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর ভিত্তিশীল একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময় নয়াদিল্লি একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল।

