তেহরান, ২৭ অক্টোবর (হি. স.): ইরানের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালাল আইএসআইএস জঙ্গি সংগঠন। বুধবার ইরানের শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপসানালয়ে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। জখম হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের স্থানীয় সময় সন্ধ্যে ৫টা ৪৫ মিনিট নাগাদ শিয়া অধ্যুষিত সিরাজ শহরের একটি শিয়া উপাসনালয়ে আচমকা হামলা চালায় তিন বন্দুকবাজ। মানুষ যখন প্রার্থনা করছিল তখন এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। পরে প্রশাসনের লোকজন এসে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রমণকারী সবাই বিদেশি নাগরিক, সুন্নি মৌলবাদীরাই এই হামলা চালিয়েছে।এদিকে এই হামলা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইএইআইএসের তরফ থেকে দক্ষিণ ইরানের শিয়া উপাসনালয়ে এই হামলা তারাই করেছে বলে স্বীকার করা হয়েছে।