ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। প্র্যাকটিস চলছে জোর কদমে। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে। আজ, বুধবারও রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট দল বেশ কয়েক ঘন্টা অনুশীলন করেছে। টি সি এ-র বিশেষ উদ্যোগে আগামীকালও অন্নপূর্ণা দাস-দের জন্য জাস্ট ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিপক্ষ হিমাচলের মেয়েরাও কিন্তু বসে নেই। ২৮ ও ২৯ অক্টোবর ত্রিপুরা ও হিমাচল প্রদেশ দু’দলই চূড়ান্ত প্র্যাকটিসের সুযোগ পাবে ব্যাঙ্গালুরুতে। ৩০ অক্টোবর প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ত্রিপুরা খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ওইদিন বিকেল সাড়ে চারটায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, ডে-নাইট ম্যাচ। গ্রুপ লিগে দ্বিতীয় শীর্ষে থাকায় প্রথমবারের মতো সিনিয়র মহিলা ত্রিপুরা ক্রিকেট দল মূল পর্বে অর্থাৎ নক আউট পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। একই দিনে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং আলু’র ক্রিকেট গ্রাউন্ডে বেলা ১১ টায় আরও দুটো প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঁচ গ্রুপের পাঁচটি সেরা দল যথারীতি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। ম্যাচের আগে আরও তিন দিন সময় থাকলেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের তৈরি করার লক্ষ্যে কোচ শ্রাবনী দেবনাথও যথেষ্ট মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাগার থেকে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণায় খেলোয়াররা যথেষ্ট উজ্জীবিত। অন্নপূর্ণা দাস, ঝুমকি দেবনাথদের মতো ঋজু সাহা, সুধারানী, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তীও মাঠে খেলার সময় নিজেদের পুরোটা উজাড় করে দিতে চাইছে বলেই প্র্যাকটিসে তাঁরাও যথেষ্ট মনোযোগী।