ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। শিবির শুরু আগামীকাল থেকে। তবে চারটি একদিনের প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে ২৮ অক্টোবর থেকে। অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেট এবার তিরুবনন্তপুরমে। টুর্নামেন্ট শুরু ২০ নভেম্বর থেকে। তবে এর জন্য চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে একদিনের চারটি প্রস্তুতি ম্যাচ রেখেছে টিসিএ। উল্লেখ্য, এবারকার অনূর্ধ্ব ২৫ ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা খেলবে “ই” গ্রুপে। মহারাষ্ট্র ম্যাচ দিয়ে ত্রিপুরার অভিযান শুরু হবে। এই গ্রুপে ত্রিপুরা, মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, পাঞ্জাব, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ ও চন্ডিগড়ও খেলবে। রাজ্য দল গঠনের লক্ষ্যে যদিও ১০ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রাথমিক পর্যায়ে মোট ৩৯ জনকে ডাকা হলেও জাতীয় সিনিয়র দলে আটজন ক্রিকেটার ছিল। জাতীয় আসরে তারা তখন জয়পুরে ছিল। এখন তারাও আগরতলায় অবস্থান করছে বলে আগামী ২৮ অক্টোবর থেকে পরপর চারটি এক দিবসীয় প্রস্তুতি ম্যাচের মাধ্যমে সিলেকশন করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্য দল গঠনের লক্ষ্যেই একদিকে শিবির এবং অপরদিকে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। বলা বাহুল্য, শিবিরে আরো নতুন করে চারজন খেলোয়ারকেও ডাকা হয়েছে। তারা হলো অমিত আলী, অভিজিৎ দেববর্মা, লক্ষণ পাল ও প্রলয় দাস। সব মিলে এখন ৪৩ জন ক্রিকেটারকে নিয়ে এই সিলেকশন ট্রায়াল এবং প্রস্তুতি ম্যাচ চলবে বলে খবর।