ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে তছনছ বাংলাদেশ, ১৬টি জেলায় মৃত্যু বেড়ে ৩৫

ঢাকা, ২৬ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে তছনছ ও লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাংলাদেশ। বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশের ১৬টি জেলায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে। আহত হয়েছেন অনেকে, বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিদ্যুৎ নেই বহু এলাকায়। এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে নদী তীরবর্তী এলাকায় ৬ স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিত্রাংয়ের প্রভাব, অমাবশ্যার জোয়ার ও ভারী বর্ষণের কারণে সদর উপজেলার শায়েস্তাবাদে ৩টি, বাকেরগঞ্জের নলুয়ায় ১টি ও উজিরপুরের গুঠিয়ায় ২টি বাঁধের বিভিন্ন স্থানে ১ হাজার ৬শ মিটারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল জোনের আওতাধীন ৬টি পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষয়ক্ষতি হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ১৩০ টাকার। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) বরিশাল জোন প্রাথমিকভাবে তাদের ক্ষয়ক্ষতির একটি হিসাব তুলে ধরেছে। সিত্রাংয়ের আঘাতে লক্ষ্মীপুরে আনুমানিক ১৮ হাজার ২০০টি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত ৮০০টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ১৭ হাজার ৪০০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *