১৯৬-দিনের মধ্যে সর্বনিম্ন কোভিড-সংক্ৰমণ; ভারতে সক্রিয় রোগীও নিম্নমুখী, মৃত্যু ৩ জনের

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ কমতে কমতে এক হাজারের নীচে নেমে এসেছে, অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যাও। সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র কেরলেই দু’জনের মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৯৮০-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ২২ হাজার ৫৪৯-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬২ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৪৪,৯৩৮ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২২ হাজার ৫৪৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৩ হাজার ৭৯১ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৫৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,৯৩,৪০৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫০৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *