চেন্নাইয়ে ওষুধের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

চেন্নাই, ২৪ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ভয়াবহ আগুন লাগল একটি ওষুধের ফ্যাক্টরিতে। সোমবার সকালে চেন্নাইয়ের অশোক নগর এলাকায় অবস্থিত ওই ওষুধের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গোডাউনের ভিতরে থাকা প্রায় সমস্ত কিছু পুড়ে যায়। পরে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

চেন্নাইয়ের দমকল অফিসার রবিন জানিয়েছেন, সোমবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। এটি একটি ওষুধের গুদাম। আগুন নেভানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে শর্টসার্কিট বলেই মনে হচ্ছে।