হায়দরাবাদ, ২৪ অক্টোবর (হি.স.) : অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) চাকরির নিরাপত্তার উপর ব্যাঙ্ক ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান আক্রমণের প্রতিবাদে ১৯ নভেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।এআইবিইএ-এর সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম সোমবার বলেন, ইউনিয়নের ওপর হামলা, প্রতিনিধিত্বের অধিকার, নেতাদের হয়রানি ও প্রতিশোধ এবং চুক্তি লঙ্ঘন করে কর্মচারীদের এক শহর থেকে অন্য শহরে অযৌক্তিক স্থানান্তর এবং কর্মীদের জীবন অস্থিতিশীল করে তোলার প্রতিবাদে ধর্মঘটও ডাকা হয়েছে।
তিনি আরও বলেন, এআইবিইএ ইন্দোরে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে পদাধিকারীদের মধ্যে আলোচনার পরে ধর্মঘটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, অতীতেও বিভিন্ন ব্যাংকে ম্যানেজমেন্ট কর্মচারীদের ওপর স্বেচ্ছাচারী আচরণ করেছে এবং আমাদের ইউনিয়নগুলো এর তীব্র বিরোধিতা করলে অন্য শহরে অযৌক্তিক স্থানান্তর বেড়েছে। তাই আমাদের সামগ্রিকভাবে এআইবিইএ প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে।