করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে ভারতীয় জনতা যুবমোর্চার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাটির প্রদীপ বিতরণ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব শেষে এসেছে দীপাবলি উৎসব, যে উৎসবে ছোট থেকে বড় সবাই মাতবে আলোর উৎসবে আতসবাজি পুড়িয়ে। করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফ থেকে দীপাবলি উদযাপন করতে গিয়ে আতসবাজি পোড়ানোয় বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
সব কিছুকে সামনে রেখে করিমগঞ্জ শহরে দীপাবলির আগের দিন মাটির প্রদীপ বিতরণের কার্যসূচি গ্রহণ করে ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলা কমিটি। রবিবার করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দু-হাজারের বেশি মাটির প্রদীপ বিতরণ করেছেন যুবমোর্চার কার্যকর্তারা। মাটির প্রদীপের সঙ্গে দেওয়া হয় সলতেও৷ কার্যসূচি পালন করতে গিয়ে যুবমোর্চার কর্যকর্তারা বলেন, করিমগঞ্জে মাটির কাজের সঙ্গে জড়িত শিল্পীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ৷ তাই তাঁদের হাতে তৈরি প্রদীপ কিনে ব্যবহার করলে আলোর উৎসব দীপাবলির আনন্দ সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যেও সঞ্চারিত হবে৷ এ জন্য মাটির প্রদীপ ব্যবহার করে দীপাবলি উৎসব উদযাপন করার জন্য তাঁরা সর্বসাধারণের কাছে আহ্বান জানান৷