লন্ডন, ২২ অক্টোবর (হি.স.): কনজার্ভেটিভ পার্টির ১০০ জন সাংসদের সমর্থন পেয়ে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনক। সম্প্রতি ট্যাক্স ছাড় বিতর্কের জেরে ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। তাই ফের একবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভবনা তৈরি হয়েছে ঋষির।
এবার অন্য কোনও টোরি নেতা যদি ১০০ জন সাংসদের নমিনেশন পেতে ব্যর্থ হন তাহলে কোনও ভোটাভুটি ছাড়াই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন ঋষি সুনক। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রধানমন্ত্রীর দৌড়ে শামিল হতে ছুটি সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন।

