নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): দীপাবলির আগেই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি। বায়ুদূষণে নাজেহাল হতে হচ্ছে দিল্লীবাসীকে। শনিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল খুবই খারাপ। দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা ও গাজিয়াবাদের বাতাসও এদিন ছিল দূষিত। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল সমগ্র দিল্লি-এনসিআর। শ্বাসকষ্ট, চোখে জ্বালাভাব অনুভব করেছেন অনেকেই।
ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, লোধি রোড প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। খুব কাছের জিনিসও দেখতে অসুবিধা হচ্ছিল। দিল্লিতে এদিন বাতাসের গুণগত মান ছিল ২৬২, যা খারাপ পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রতি বছরের মতো এ বছরও বায়ুদূষণ নাজেহাল করতে পারে দিল্লিবাসীকে, এই দূষণ কাটিয়ে এখন স্বস্তির নিঃশ্বাস নিতে চাইছেন দিল্লিবাসী।