শ্যালকের মাথা ফাটাল ভগ্ণিপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ ভগ্ণিপতির লাঠির আঘাতে গুরুতর আহত শ্যালক৷ ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানা এলাকার বাইশঘড়িয়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া প্রায়শই তার স্ত্রী হামেন বেগমকে মারধর করে৷ শুক্রবার রাতে জসিম মিয়া তার স্ত্রী হামেন বেগমকে মারধর করলে বিষয়টি হামেন বেগম তার ভাই শাহজাহান মিয়াকে জানায়৷ তখন শাহজাহান মিয়া ভগ্ণিপতি তথা জসিম মিয়ার বাড়িতে যাওয়ার পর জসিম মিয়া লাঠি দিয়ে শাহজাহান মিয়ার মাথায় আঘাত করে৷ এতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়৷ সাথে সাথে আহত শাহজাহান মিয়াঁকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ সেখানে চিকিৎসা করা হয় শাহজাহান মিয়ার৷ পরবর্তী সময় শাহজাহান মিয়া ভগ্ণিপতি জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *