স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতের অগ্রগতির লক্ষ্যে বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অমিত শাহ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমিত শাহ বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মোদী জানিয়েছেন, সমবায় সেক্টরের সংস্কারেও তিনি প্রশংসনীয় কাজ করছেন। অমিত শাহের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী।

১৯৬৪ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন অমিত শাহ। শনিবার ৫৮ তম জন্মদিনে অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট করে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, অমিত শাহজিকে জন্মদিনের শুভেচ্ছা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমবায় সেক্টরের সংস্কারেও তিনি প্রশংসনীয় কাজ করছেন। দেশের সেবায় তিনি দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করুন এটাই কামনা করছি।