উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিধসে মৃত্যু ৪ জনের, প্রাণে বাঁচলেন একজন

গোপেশ্বর, ২২ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলায় তিনটি বাড়িতে ভূমিধসে প্রাণ হারালেন ৪ জন। ভূমিধসের ঘটনায় আহত হয়েছেন একজন। চামোলি জেলার থারালি এলাকার পেনগড়ে ভূমিধসের জেরে পাহাড় থেকে গড়িয়ে আসে বিশালাকার পাথর। সেই পাথরের আঘাতে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। থারালি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) রবীন্দ্র জুওয়ান্থা জানিয়েছেন, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

এসডিআরএফ উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, প্রথমে দু’টি দেহ উদ্ধার হয়। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও, পরে দু’জনের মৃত্যু হয়। ভূমিধসের ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন।