নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : গীতাকে জিহাদের সঙ্গে যোগ করে কংগ্রেস নেতা শিবরাজ পাটিলের বক্তব্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বিজেপি কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করেছে এবং কংগ্রেস স্পষ্ট করেছে যে এই ধরনের বিবৃতি সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন, তাঁর সহকর্মী শিবরাজ পাতিল ভগবত গীতা সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন যা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়। গীতা নিয়ে কংগ্রেসের স্পষ্ট ধারণা। ভগবদ্গীতা হল ভারতীয় সংস্কৃতির ভিত্তি। এর সঙ্গে তিনি পন্ডিত নেহরুর বই ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ থেকে একটি পৃষ্ঠাও শেয়ার করেছেন। জয়রাম রমেশ আরও বলেন, ঘটনাক্রমে তিনি জীবনের প্রথম দিকে গীতা পাঠ করেছিলেন। গীতার দর্শন বহু শতাব্দী ধরে ভারতীয় সমাজে প্রভাব ফেলেছে। এসব কথা তিনি তার একটি বইতেও লিখেছেন।