আগরতলা, ২১ অক্টোবর : দীপাবলি ও উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে মেলা চলাকালীন সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে আগরতলা-ধর্মনগর-আগরতলা ও আগরতলা-সাব্রুম-আগরতলার মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। দুটি ট্রেনই ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উভয় দিক থেকে চালানো হবে।
ট্রেন নং ০৭৬৮৭ (আগরতলা-ধর্মনগর) স্পেশাল আগরতলা থেকে ০৫.২০ ঘণ্টায় রওনা দিয়ে ধর্মনগর পৌঁছবে ০৮.৪৫ ঘণ্টায়। ট্রেন নং ০৭৬৮৮ (ধর্মনগর-আগরতলা) স্পেশাল ধর্মনগর থেকে ১০.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে আগরতলা পৌঁছবে ১৪.০০ ঘণ্টায়।
ট্রেন নং ০৭৬৮৫ (আগরতলা-সাব্রুম) স্পেশাল আগরতলা থেকে ১৪.১৫ ঘণ্টায় রওনা দিয়ে সাব্রুম পৌঁছবে ১৬.৩৫ ঘণ্টায়। ট্রেন নং ০৭৬৮৬ (সাব্রুম-আগরতলা) স্পেশাল সাব্রুম থেকে ১৭.০০ ঘণ্টায় রওনা দিয়ে আগরতলা পৌঁছবে ১৯.৩৫ ঘণ্টায়।
উভয় ট্রেনেই ছয়টি জেনারেল সিটিং ও একটি লাগেজ কাম গার্ড ভ্যান সহ মোট ০৭টি করে কোচ থাকবে। এছাড়াও, নিম্নমানের পৃষ্ঠপোষকতার জন্য ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৫২৫৩৯/৫২৫৩৮ নং (নিউ জলপাইগুড়ি-দার্জিলিং-নিউ জলপাইগুড়ি) এসি প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল থাকবে।
এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে।