বাঁকুড়া, ১৯ অক্টোবর (হি.স.) : বিজেপি তাঁকে মোটা টাকার অফার দিয়েছিল বলে অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের বক্তব্যে সরগরম জেলার রাজনৈতিক মহল।
বুধবার বিকনায় বাঁকুড়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
সম্প্রতি দলের প্রথম সারির নেতা মন্ত্রীদের দুর্নীতি ফাঁস ও জেল হেফাজতে র কারনে দলীয় নেতাকর্মীদের মনোবলে চিড় ধরেছে।সেই ক্ষত মেরামতে দল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লক স্তরে বিজয়া সম্মেলনে র মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসারে জেলাজুড়ে চলছে বিজয়া সম্মেলন।
আজ বিকালে বিকনায় আয়োজন করা হয় জেলা তৃনমূলের ১নং ব্লকের বিজয়া সম্মেলন।এই সম্মেলনে হাজির হন তৃনমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
তার এই মন্তব্য ঘিরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
এপ্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জেলার সাংসদ ডঃসুভাষ সরকার বলেন, তাঁর(সায়ন্তিকা র )কি বিজেপিতে আসার ইচ্ছে রয়েছে? তিনি বলেন, বিজেপিতে যোগ দিতে গেলে আগে নিজেকে তৈরী করতে হবে। তিনি আরও বলেন, বিজেপির মতো দলে তার মতো নেত্রীর কোনও প্রয়োজন নেই। এদের কোনো জনসংযোগ নেই,আসলে প্রচারের আলোয় আসার জন্য সস্তায় বাজিমাত করার চেষ্টা।