বৃহস্পতিবার উদ্ভোধন ‘এক দীপ রাষ্ট্র কে নাম’ তিন দিনব্যাপী অনুষ্ঠানের

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর ১৫ আগস্ট লাল কেল্লার প্রাচীর থেকে ‘পঞ্চ পণ’ সম্পর্কে কথা বলেছিলেন। হিন্দুস্থান সমাচার বহুভাষিক সংবাদ সংস্থা এটিকে স্মরণে রেখে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সঙ্গে ‘দীপোৎসব: পঞ্চ পণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার এটি উদ্বোধন করা হবে। বিশিষ্ট চিন্তাবিদ ও বিচারক এস. গুরুমূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সভাপতি তথা হিন্দুস্থান সমাচার বহুভাষিক সংবাদ সংস্থার গ্রুপ এডিটর পদ্মশ্রী রাম বাহাদুর রাই। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি ২২ অক্টোবর শেষ হবে।

কেরলের গভর্নর আরিফ মহম্মদ খান ২১ অক্টোবর শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রখ্যাত কথক অতুল কৃষ্ণ ভরদ্বাজ, মহামণ্ডলেশ্বর অনন্ত শ্রী মা যোগেশ্বরী ইয়েতি জি (শ্রী পঞ্চ দশনম জুনা আখড়া), চিন্ময় মিশন ট্রাস্টের আচার্য প্রকাশানন্দ এবং জম্মু ও কাশ্মীর ক্লাস্টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ বেচন লাল জয়সওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
আগামী ২২ অক্টোবর অনুষ্ঠানের তৃতীয় তথা শেষ দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রবীণ নেতা ইন্দ্রেশ কুমার প্রধান অতিথি এবং রাজ্যসভার সাংসদ পদ্মবিভূষণ ডক্টর সোনাল মানসিংহ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর।

‘পঞ্চ পণ’ নিয়ে রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিদিন ৭,৫০০টি প্রদীপ জ্বালানো হবে। অনুষ্ঠানের মূলমন্ত্র হল ‘এক দীপ রাষ্ট্র কে নাম’।
এই কর্মসূচিতে প্রতিদিন অনেক কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিভিন্ন দলের বরিষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন এবং রাষ্ট্রের নামে প্রদীপ জ্বালবেন। এছাড়াও অনুষ্ঠানের মধ্যে রয়েছে কারিগরদের বাড়ি, লোকগান, গোবর দিয়ে তৈরি ল্যাম্প স্টল, গোয়ার লোক ঐতিহ্যে প্রদীপ নৃত্য পরিবেশন, পঞ্চ পণের চিত্রাঙ্কন, রঙ্গোলি ও কবিতা আবৃত্তি পরিবেশন হবে। তবে পঞ্চ পণের প্রদর্শনী হবে আকর্ষণের প্রধান কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *