ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। জমে উঠেছে টিসিএর নির্বাচন। রাজ্য ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম টিসিএতে পদ অর্জনের জন্য হবে ভোটাভুটি। আগামী ২১ অক্টোবর এমবিবি স্টেডিয়ামে হবে এই নির্বাচন। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। ২৬ জনের মধ্যে এদিন তিনজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। তারা হলেন সভাপতি পদে কিশোর কুমার দাস , সম্পাদক পদে সুকান্ত ঘোষ এবং যুগ্ম সম্পাদকের পদ থেকে মনিশ ঘোষ প্রত্যাহার করে নিলেন। সুবাদে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন তপন লোধ। তবে বাকি অফিস বেয়ারের চারটি পোস্ট সহ একটি কাউন্সিলরের পদের জন্য নির্বাচন হবে টিসিএতে। বিগত দিনে যা হয়নি কোনো দিন তা ই এবার হতে চলেছে টিসিএতে। ব্যালট বাক্সে পড়বে ভোট। ভোটের মাধ্যমেই চূড়ান্ত হবে আগামী তিন বছরের জন্য টিসিএতে সচিব হিসেবে কে দায়িত্ব সামলাবেন। একই সঙ্গে যুগ্ম সচিব, সহ সভাপতি এবং কোষাধ্যক্ষ হিসেবে কারা সামলাবেন দায়িত্ব। ভোট রয়েছে ৩২ টি। দুটো প্যানেল এবার টিসিএ-তে। লড়াই হবে সেয়ানে সেয়ানে। আখেরে কাদের হাতে উঠে টিসিএর আগামী তিন বছরের জন্য দায়িত্ব তা নিয়েই এখন তুমুল আলোচনা।