ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। শীর্ষ স্থান বজায় রাখতে আজ মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ হায়দরাবাদ। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৪ এবং সমসংখ্যক ম্যাচ খেলে হায়দরাবাদের পয়েন্ট ৮। ফলে শক্তির বিচারে হায়দরাবাদ থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ত্রিপুরা। শেষ ম্যাচে মিজোরামকে হারিয়ে মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছেন অন্নপূর্ণা-রা। মানসিকভাবেও গোটা দল চাঙ্গা। সেই মনোবলকে পূজি করেই হায়দরাবাদ জয়ে মাঠে নামবেন ঋজুরা। দুদলই সোমবার হাল্কা অনুশীলন করে নেয়। শেষ ম্যাচের দলই হায়দরাবাদের বিরুদ্ধে রাখতে চাইছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়েছে। লক্ষ্য একটাই, বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপানো। ব্যাটিংয়ে দল মূলত তাকিয়ে থাকবে গেলো ম্যাচে অর্ধশতরান করা ঝুমকি দেবনাথের দিকে। এছাড়া দলের বড় স্কোর নির্ভর করবে ঋজু সাহা, ইন্দ্ররাণী জমাতিয়া, মৌটুসী দে-র উপরই । বোলিংয়ে পূজা দাস ভালো ফর্মে রয়েছেন। এছাড়া রয়েছেন প্রীয়াঙ্কা আচার্য, শিউলি চক্রবর্তী, সুরভি রায় প্রমুখ।