আগরতলা, ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লির ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মেলা প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের দ্বাদশ কিস্তির অর্থ সহায়তার টাকা কৃষকদের প্রদান করেন। রাজ্যে এই প্রকল্পে দ্বাদশ কিস্তির সহায়তা পেয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৫৮৬ জন কৃষক। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে ৪৬ কোটি ৩২ লক্ষ টাকা।রাজ্যের কৃষি বিজ্ঞানকেন্দ্র এবং কৃষি উপঅধিকর্তা ও সহঅধিকর্তার কার্যালয়গুলিতে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানগুলিতে ৪ হাজার ৫০০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় একাদশ কিস্তি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৪৩ হাজার ৪৩৪ জন কৃষক উপকৃত হয়েছেন। কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ৪৫৩ কোটি ৩৮ লক্ষ ৯২ হাজার টাকা। কৃষি অধিকর্তা শরদিন্দু দাস এক প্রেস রিলিজে এই সংবাদ জানান।
2022-10-17