রায়পুর, ১৭ অক্টোবর (হি.স.) : নকশাল প্রভাবিত কাঙ্কের জেলায় কাঙ্কের নকশালরা রবিবার রাতে ৫টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এর মধ্যে দুটি হাইওয়ে ট্রাক এবং একটি চাকার গাড়িও রয়েছে।
জানা গিয়েছে, নকশালরা আন্তাগড় ব্লকের চারগাঁও গ্রামে দুপুর ২টার দিকে পাঁচটি গাড়িতে আগুন দেয়। জেলা পুলিশ সুপার শলভ সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটিয়ে নকশালরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। নকশালদের দাঙ্গায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক রয়েছে।