বউবাজারে অস্থায়ী ক্যাম্পে মেজাজ হারালেন কাউন্সিলর, ‘চড়’ মারতে উদ্যত হলেন আইটিডি কর্মীকে

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : বউবাজারের বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের অভিযোগের কথা শোনার জন্য খোলা হয়েছে অস্থায়ী ক্যাম্প। রবিবার সকাল থেকেই চালু হয়েছে ক্যাম্পটি। রবিবার সেই ক্যাম্পে এসে মেজাজ হারালেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। ক্ষতিগ্রস্ত মানুষদের দেখভাল এবং খাওয়া-দাওয়ার দায়িত্বে থাকা আইটিডি সংস্থার এক কর্মীকে‘চড়’ মারতে উদ্যত হলেন কাউন্সিলর।

এদিন সকাল থেকে ক্যাম্পে ভিড়। অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানাতে এসেছিলেন স্থানীয় এক হোটেলের মালিক। তাঁর অভিযোগ, আইটিডি নামে ওই সংস্থার বিরুদ্ধে। তাঁরা ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে অভিযোগ। সেই সময় ওখানে উপস্থিত ছিলেন এক আইটিডির কর্মীও। অভিযোগ, ওই আইটিডি কর্মী হঠাৎই ওই হোটেল মালিককে বলে বসেন, তিনি ওড়িশা থেকে এখানে এসে ব্যবসা করে খাচ্ছেন। ওই ব্যক্তির মুখে এ হেন কথা শুনেই বেজায় বিরক্ত হন সেখানে উপস্থিত কাউন্সিলর বিশ্বরূপ দে। প্রচণ্ড রেগে গিয়ে তিনি ওই আইটিডি কর্মীকে ‘চড়’ মারতেও উদ্যত হন।

ঘটনার বিষয়ে কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, “আমরা যাঁরা এখানে আছি, সবটাই আমরা মানবিকভাবে দেখতে চাই। আমাদের এই মদন দত্ত লেনে বিপর্যস্ত অঞ্চলের মধ্যে একটি হোটেল ছিল। সেটি বহু বছরের পুরনো হোটেল। ওড়িশার বসবাসকারী মানুষরা এই হোটেলটি চালান। যিনি হোটেলের মালিক ওড়িশায় গিয়েছিলেন, ছেলে হোটেলটি চালাচ্ছিলেন। হোটেলের মালিক গতকাল ফিরেছিলেন। কিন্তু বিপর্যস্ত হোটেলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি ছেলের কাছে হোটেলে (যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে) যান। কিন্তু তাঁকে খাবার দেওয়া হচ্ছে না। তাঁকে বলা হচ্ছে, তুমি ওড়িশা থেকে এসেছো। তুমি এখানকার লোক না। তাই তোমার খাবার বন্ধ।” তিনি আরও বলেন, “যখন আইটিডির থেকে ছেলেটি আসে