১৭ অক্টোবর প্রধানমন্ত্রী কিষান সম্মান ২০২২ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : আগামী ১৭ অক্টোবর ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (আইএআরআই) পুসা মেলা মাঠে দুদিনের প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

এদিন তোমর বলেন, প্রধানমন্ত্রী মোদী সরাসরি সুবিধাভোগীদের স্থানান্তরের (ডিবিটি) মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিসান) প্রকল্পের অধীনে কৃষকদের ১৬ হাজার কোটি টাকার ১২তম কিস্তি প্রদান করবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী এগ্রি স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনীরও উদ্বোধন করবেন। এছাড়াও, কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক ৬০০ পিএম-কিষাণ সমৃদ্ধি কেন্দ্র উদ্বোধন করবেন এবং ভারত ইউরিয়া ব্যাগ – কৃষকদের জন্য এক দেশ-এক সার নামে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প চালু করা হবে।
তোমর আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং রাসায়নিক ও সার মন্ত্রক দ্বারা আয়োজিত প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন-২০২২-এ কোটি কোটি কৃষক, কৃষি স্টার্টআপ, গবেষক, নীতি-নির্ধারক, ব্যাঙ্কার, অন্যান্য স্টেকহোল্ডারদের ভাষণ দেবেন। এক কোটিরও বেশি কৃষক এই অনুষ্ঠানে ভার্চুয়াল অংশ নেবেন। ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ৭৫টি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) এবং ৭৫টি রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়, ৫০ হাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং দুই লক্ষ কমিউনিটি সার্ভিস সেন্টার-এর মতো বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে সংযুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *