চালসা, ১৪ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার থেকে দক্ষিণ ধূপঝোরার কায়েতপাড়া মোড় হয়ে দক্ষিণ ধূপঝোরা হয়ে উত্তর ধূপঝোরা বাজার পর্যন্ত জেলা পরিষদের রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
এই রাস্তাটি দিয়ে রোজ বহু স্কুল, কলেজ পড়ুয়ারা সহ জনগণ যাতায়াত করে। বহু পর্যটকের গাড়িও ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার বেহাল দশার ফলে সকলেরই যাতায়াতের সমস্যা হচ্ছে। প্রায় বছর খানেক আগে বাতাবাড়ি ফার্ম বাজার থেকে দক্ষিণ ধূপঝোরা কায়েত পাড়া পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হলেও বর্তমানে সেটির বেহাল দশা বলে অভিযোগ বাসিন্দাদের। রাস্তার ওপরে পিচ নেই বললেই চলে। রাস্তার মাঝে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তে জল জমে ডোবার আকার নিচ্ছে। ফলে ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে সকলেরেই সমস্যা হচ্ছে। বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ রাস্তা হল এটি। রাস্তার ওপর জল জমে থাকার ফলে সকলেরই যাতায়াতের খুবেই সমস্যা হচ্ছে। রাস্তার বেহাল দশার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। জলপাইগুড়ি জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের প্রকল্প নেওয়া আছে।