সিমলা, ১৩ অক্টোবর (হি.স.) :আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের উনা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করল দেশের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি হিমাচলের অম্বা আন্দুরা স্টেশন থেকে নয়াদিল্লি পর্যন্ত যাতায়াত করবে।
বৃহস্পতিবার সকালেই হিমাচল প্রদেশ পৌঁছান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তার পর তিনি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন ৷ এর পর তিনি ওই রাজ্যে একাধিক সরকারি কর্মসূচিতে যোগদান করবেন ৷ বৃহস্পতিবার তিনি হিমাচল প্রদেশের উনা থেকে দিল্লিগামী এই ট্রেনের সূচনা করেন ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, কেন্দ্রীয় মন্ত্রী তথা হামিরপুরের সাংসদ বিজেপির অনুরাগ ঠাকুর ৷ হিমাচল প্রদেশের আম্ব আন্দুরা থেকে নয়াদিল্লি পর্যন্ত এই মাঝারি গতির এই ট্রেনটি চলবে ৷
রেলের তরফে জানা গিয়েছে, এই বন্দে ভারত এক্সপ্রেসটি আরও আধুনিক ৷ অনেক হালকা ও দ্রুতগতি সম্পন্ন ৷ ৫২ সেকেন্ডেই এই ট্রেন ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম ৷রেলের তরফে আরও জানানো হয়েছে, এই ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে ৷ আম্বালা, চণ্ডীগড়, আনন্দপুর সাহিব ও উনাতে থামবে ৷ দিল্লি থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ হল ৷ সময়ও কম লাগবে৷ এর ফলে পর্যটনে অনেক সাহায্য হবে ৷
এদিন সকালে হিমাচল প্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী ৷ উনা হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ সেখান থেকে তিনি চলে যান বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে ৷ এর পর উনা ও চম্বাতে দু’টি জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷চলতি বছরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ গত পাঁচ বছরে এই নিয়ে ন’বার হিমাচলে এলে নরেন্দ্র মোদী ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আগামী কয়েকমাসে সেই সংখ্যা আরও বাড়বে ৷