ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। কেউ বলছেন ব্যাটিং লাইন-আপ পরিবর্তন প্রয়োজন। আবার কারও মতে, ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ঋদ্ধিমানকে আরও একটা ম্যাচ পরীক্ষা করার জন্য এগিয়ে দেওয়া যেতেই পারে। তবে বিসিসিআই আয়োজিত জাতীয় মানের সৈয়দ মুস্তাক আলী সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু ‘এক্সপেরিমেন্টাল’ টুর্নামেন্ট নয়। এর জন্য বিশেষ করে সাফল্য পাওয়ার লক্ষ্যেই অংশগ্রহণকারী দলগুলো আগে থেকে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে নেয়। যাইহোক, বল এখন টিম ম্যানেজমেন্টের কোর্টে। ক্রিকেটপ্রেমী রাজ্যবাসী মুখ্যত জয় চায়। ট্র্যাডিশনাল পরাজয়কে বিদায় জানাতেই লক্ষ লক্ষ টাকায় ক্রিকেটারদের সঙ্গে চুক্তির পরে টার্গেট অবশ্যই সাফল্য ছাড়া পিছিয়ে পড়া থাকবে না। প্রথম ম্যাচে গোয়ার কাছে ৫ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে রাজ্য দল উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানের জয় ছিনিয়ে অনেকটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। তবে এই জয় মুখ্যত রজত দে এবং সুদীপ চ্যাটার্জির কর্তৃত্বপূর্ণ জয় হিসেবে দেখেছে বলে, অন্য পেশাদার ও অন্যান্য খেলোয়ারদের অবস্থান নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। তৃতীয় ম্যাচে আগামীকাল ত্রিপুরা পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, পাঞ্জাবও প্রথম ম্যাচে ১২ রানে দিল্লির কাছে হেরে পয়েন্ট খুইলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে হায়দ্রাবাদকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে। আগামীকাল পাঞ্জাব, ত্রিপুরা ম্যাচে কোন্ দল কেমন খেলে, তাই এখন দেখার বিষয়।
2022-10-13