নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি. স.) : ফের রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত। রাশিয়া বেআইনিভাবে যেভাবে গণভোট করেছে এবং ইউক্রেনের দোনেস্কৎ, খেরসন, লুহানস্কৎ ও ঝাপোরজ়িয়াকে স্বাধীন বলে ঘোষণা করেছে, তার সমালোচনা করেই খসড়া প্রস্তাবনা পেশ করা হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। সেই ভোটাভুটিতেই ভোটদান থেকে বিরত থাকে ভারত।
চলতি সপ্তাহের শুরুতেই রাষ্ট্রসঙ্ঘের সভায় রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করে ভারত। ইউক্রেনের চার অঞ্চল দোনেস্কৎ, খেরসন, লুহানস্কৎ ও ঝাপোরজ়িয়াকে স্বাধীন ঘোষণা করার বিরোধিতায় ভোট প্রস্তাব আনা হলে, ভোট গোপনে করার আর্জি জানায় রাশিয়া। সেই প্রস্তাবের বিরোধিতা করেই ভোট দিয়েছিল ভারত। তবে বুধবার রাশিয়ার আগ্রাসনের সমালোচনায় যে প্রস্তাব আনা হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়, তাতে ভোটদানে বিরত থাকে ভারত।