মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : নির্বাচন কমিশনে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের দেওয়া হলফনামার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ। এই প্রসঙ্গে বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ কোলহাপুরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়।মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দীপক সাওয়ান্ত বলেন, শিন্দে গোষ্ঠী শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে দলের বিরুদ্ধে বান্দ্রার নির্মল নগর থানায় জাল হলফনামা তৈরির জন্য একটি মামলা দায়ের করেছে। এ বিষয়টি খতিয়ে দেখতে বুধবার কোলহাপুরের ৪টি জায়গায় অভিযান চালায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দল।
শিন্দে গোষ্ঠীর সাংসদ ধনঞ্জয় মণ্ডলিক বলেন, যারা অন্যদের বিশ্বাসঘাতক বলেছেন, তারা ভুয়ো হলফনামা তৈরি করে নির্বাচন কমিশনে দিয়েছেন। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে, খুব শীঘ্রই সবকিছু সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হবে।অন্যদিকে, উদ্ধব গোষ্ঠীর দলের কোলহাপুর জেলা সভাপতি সঞ্জয় পাওয়ার বলেন, যে সমস্ত জেলায় শিন্দে গোষ্ঠীর তীব্র বিরোধিতা করা হচ্ছে, সেসব জেলার কর্মীদের হয়রানির জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের চাপের রাজনীতি দলের ওপর কোনও প্রভাব ফেলবে না।