নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ চলাচলের অযোগ্য বেহাল সড়ক সংষ্কারে শনিবার হাত লাগালো গ্রামবাসী৷ ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব ও দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ দীর্ঘ ধরে এই সড়কটির বেশ কিছু অংশ বেহাল অবস্থায় রয়েছে৷ কিন্তু সংষ্কারের উদ্যোগ নেয়নি পঞ্চায়েত৷ জানা গেছে কালাছড়া ব্লকের অধীন তিনটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন৷ লালবাজার থেকে শনিছড়া এলাকায় গিয়ে বড় সড়কে মিলত হয়েছে রাস্তাটি৷ দেখা গেছে সড়কটির অধিকাংশ অংশে ইট পেতে দেওয়া হলেও একাংশ জায়গায় দেওয়া হয়নি ইট৷ গ্রামবাসীদের অভিযোগ সকলে এই সড়কটি সম্পর্কে অবগত রয়েছেন৷ কিন্তু সংষ্কারের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি৷ অবশেষে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিলো৷
2022-10-08