দিনহাটা, ৮ অক্টোবর (হি.স.): যাতায়াতের একমাত্র রাস্তার অবস্থা বেহাল। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন। এক্ষেত্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন কোচবিহারের দিনহাটা ১ ব্লকের ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ব বাসিন্দারা ।
অভিযোগ কোচবিহারের দিনহাটা ১ ব্লকের ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার রুইয়েরকুঠি গ্রামের মধ্য দিয়ে বিস্তৃত ভেটাগুড়ি বাজারমুখী রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে । যাতায়াতে দুর্ভোগের জেরে বাসিন্দাদের মধ্যে জমেছে ক্ষোভ। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন। এক্ষেত্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন রুইয়েরকুঠি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের ক্ষেত্রে প্রশাসনের কোনওরকম হেলদোল নেই বলেই অভিযোগ। যার জেরে এলাকার ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী, অফিসযাত্রী সকলেই রাস্তাটি দিয়ে যাতায়াতে ভীষণ সমস্যায় পড়েছেন।
উল্লেখ্য, ওই রাস্তা দিয়ে এলাকাবাসীরা ভেটাগুড়ি, দিনহাটায় যাতায়াত করেন। আবার অনেককে ওই রাস্তা ধরেই দেওয়ানহাট, কোচবিহারে যেতে হয়। এলাকাবাসীরা জানান, রাস্তার পিচ উঠে গিয়ে বহু জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে জল জমে থাকে। এতে যেমন চলাচলে সমস্যা হয় তেমনই কৃষিপণ্য বিক্রির জন্য হাটে-বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের ক্ষেত্রে প্রশাসন দীর্ঘদিন ধরে কোনও পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন তাঁরা। এবিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণকান্ত বর্মন বলেন, ‘জেলার বিভিন্ন ব্লকে ধাপে ধাপে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। ওই এলাকার রাস্তা সংস্কারের ক্ষেত্রেও জেলা পরিষদ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।‘