BRAKING NEWS

Sushanta Chowdhury :চাকরির দাবীতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ এসটিজিটি’র বেকার যুবক যুবতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷  ২০২২ সালে এস টি জি টিতে কাট অফ মার্কসের উপর যারা পেয়েছেন তাদের সবাইকে একসাথে নিয়োগ করার দাবি নিয়ে শুক্রবার মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা৷
 তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ছিলেন৷ কিন্তু বর্তমানে বহিঃরাজ্যে থাকায় তারা মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট উত্তীর্ণরা পড়াবে৷ নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষকের স্বল্পতা রয়েছে৷ এই কারণে নবম ও দশম শ্রেনীর ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য যারা পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় তার দাবি জানান উত্তীর্ণরা৷ প্রায় দের হাজার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানান তারা৷ এর আগে ২০২১ এ যাদের নিয়োগ করা হয়েছিল সেখানে জেনারেল পদ ছিল না৷ এস সি ছিল ৫ টি পোষ্ট৷ ২০১৭ সালে ৪ হাজার নিয়োগ করা হয়েছিল৷ সিলেকশন টেস্ট যারা দিয়েছেন তাদের সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবি জানান তারা৷ এদিনের আলোচনা শেষে বেড়িয়ে খুশী পরীক্ষার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *