ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। প্রস্তুতি শুরু করে দিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলার জন্য। বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলার পরও তেমন বিশ্রাম দেওয়া হয়নি রাজৈ ফুটবলারদের। শুক্রবার হালকা অনুশীলন করানো হয়। স্থানীয় নেহরু পার্ক মাঠে। মহারাষ্ট্র ম্যাচে চোট পাওয়া ৩ ফুটবলার মণি কলই, বিপ্লব দেববর্মা এবং মোহাম্মদ মাজারুল আকমলকে এদিন বিশ্রাম দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাও করানো হচ্ছে, যাতে ঝাড়খন্ড ম্যাচের আগে পুরো সুস্থ হয়ে উঠতে পারে। জানালেন কোচ শুভেনজিৎ সিনহা। এদিন অনুশীলনে গ্রুপ লিগের ৩ ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কোচ। ৯ অক্টোবর, রবিবার হবে খেলা। সেমিফাইনালের টিকিট পেতে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। আম্বেদকর স্টেডিয়ামে ওইদিন দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। গ্রুপ লিগে অপ্রতিরোধ্য থেকে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেন শুভেনজিৎ সিনহার ছেলেরা। গ্রুপের প্রথম ম্যাচে আই পি এস সি দলকে ৪-০ গোলে, দ্বিতীয় ম্যাচে লাক্ষাদ্বীপ দলকে ২-০ গোলে এবং গ্রুপের শেষ ম্যাচে মহারাষ্ট্রকে কার্যত বিধ্বস্ত করে ৪-০ গোলে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। এদিন সকালে অনুশীলন শেষে দিল্লি থেকে টেলিফোনে কোচ শুভেনজিৎ সিনহা বলেন, “ত্রিপুরার বাকি দুটি দল এবছর কোয়ার্টার ফাইনালের রাস্তা অতিক্রম করতে পারেনি। আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালের টিকিট কাটা। তা মাথায় রেখেই ঝাড়খন্ডের বিরুদ্ধে মাঠে নামবে আমাদের ছেলেরা।”