ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। পদকের স্বপ্ন নিয়ে রবিবার নামছেন রাজ্যের সেরা জুডোকা অশ্মিতা দে। বালিকাদের ৪৮ কে জি বিভাগে। গুজরাটে অনুষ্ঠিত ৩৬ তম জাতীয় গেমসের জুডো ইভেন্টে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিলো ওই ইভেন্টের খেলা। শুক্রবার ত্রিপুরার দুই জুডোকা নাজমা আক্তার এবং প্রফুল্ল মলশুম পদক জয়ের স্বপ্ন নিয়ে নেমেছিলেন। নাজমা এক ম্যাচ জয় পেলেও প্রফুল্ল প্রথম ম্যাচেই পরাজিত হয়েছেন। নাজমা প্রথম ম্যাচে ওড়িশার প্রভাসিনী বাড়ীকে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে হরিয়ানার পূজার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হেরে যায়। হেরে এবারের মতো জাতীয় গেমস্ থেকে ছিটকে গেলো নাজমা এবং প্রফুল্ল। এখন শেষ ভরসা আশ্মিতা।
2022-10-07