রাষ্ট্রপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য বিপাকে উদিত রাজ; নোটিশ মহিলা কমিশনের, তোপ বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য আরও বিপাকে পড়লেন কংগ্রেস নেতা উদিত রাজ। রাষ্ট্রপতি সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য কংগ্রেস নেতাকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতা উদিত রাজের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপিও।

বুধবার টুইট করে কংগ্রেস নেতা উদিত রাজ লিখেছেন, “দ্রৌপদী মুর্মুজির মতো রাষ্ট্রপতি কোনও দেশেরই পাওয়া উচিত নয়। চামচাগিরিরও সীমা আছে। বলা হচ্ছে ৭০% মানুষ গুজরাটের লবণ খান। নিজে নুন খেয়ে জীবন যাপন করলেই বুঝবেন।” উদিত রাজের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের জন্য কংগ্রেস নেতা উদিত রাজের ক্ষমা চাওয়া উচিত। তাঁকে নোটিশ পাঠানো হচ্ছে।
এদিন উদিত রাজের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপিও। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ক্ষোভপ্রকাশ করে এদিন জানিয়েছেন, কংগ্রেস নেতা উদিত রাজ রাষ্ট্রপতির সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছেন তা উদ্বেগজনক, দুর্ভাগ্যজনক। এই প্রথমবার তাঁরা এই ধরনের শব্দ ব্যবহার করেনি। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও তা করেছেন। এটি তাদের উপজাতি বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *