কাঠমান্ডু, ৬ অক্টোবর (হি.স.): নেপালের বারা জেলায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নেপালের মধ্যেশ প্রদেশের নারায়ণঘাট থেকে বীরগঞ্জ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পূর্ব-পশ্চিম মহাসড়কের বারা জেলার জিতপুর সিমরার তিন নম্বর সেতুর কাছে বাসটি উল্টে নদীতে পড়ে যায়। বাসটি পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকারের শব্দে ঘটনাস্থলেই চৌদ্দ জনের মৃত্যু হয়। আহত ২৬ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে দুজন মারা যান।
মাকওয়ানপুর জেলার পুলিশ প্রধান বামদেব ক্ষেত্রী বলেছেন যে দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ জন গুরুতর আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অনেকের অবস্থা গুরুতর, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।