এথেন্স, ৬ অক্টোবর (হি.স.): গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির লেসবস দ্বীপের উপকূলে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।
ডুবে যাওয়া ওই নৌকাটিতে ৪০ জনের বেশি আরোহী ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী ও এক শিশু রয়েছে। এখনও পর্যন্ত ১০ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৫ জন। নৌকাটির আরোহীদের সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলেও জানিয়েছে গ্রিক কোস্ট গার্ড।
এর আগে, গত বুধবার দক্ষিণ গ্রিসের দ্বীপ কিথিরার উপকূলে ৯৫ শরণার্থী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।
ইউরোপে ২০১৫–১৬ সালের অভিবাসী সংকটের সময় ইউরোপে প্রবেশের অন্যতম পথ ছিল গ্রিস। সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তানের লোকজন সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় এই পথ দিয়ে তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করত। সেই ধারা এখন খানিকটা কমে গেলেও তা অব্যাহত রয়েছে।