Antonio Guterres:জনগণকে গান্ধীর নীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব

নিউ ইর্য়ক, ২ অক্টোবর (হি.স.) : রবিবার মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অহিংসার নীতি অনুসরণ করার সময় জনগণকে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এদিন রাষ্ট্রসংঘের প্রধান টুইট করে লিখেছেন, আন্তর্জাতিক অহিংসা দিবসে, আমরা মহাত্মা গান্ধীর জন্মদিন এবং সকলের ভাগ করা শান্তি, সম্মান এবং অপরিহার্য মর্যাদার মূল্যবোধ উদযাপন করি। আমরা এই মূল্যবোধগুলিকে আলিঙ্গন করে এবং একটি উন্নত ভবিষ্যত গড়তে সংস্কৃতি ও সীমানা পেরিয়ে কাজ করে আজকের চ্যালেঞ্জগুলিকে পরাস্ত করতে পারি।