মেখলিগঞ্জ, ২ অক্টোবর (হি.স.) : কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকায় সীমান্ত পেড়িয়ে ভারতে ঢোকার সময় ইন্দো-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী।
শনিবার রাতে এদের আটক করে চ্যাংরাবান্ধা সীমান্তে মোতায়েন বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। ধৃতরা হল, আবদুল হামিদ ওরফে মিলন(২৭), হাসানুজ্জামান (২১) এবং মোঃ সাকিল ইসলাম(১৯)। এরা প্রত্যেকেই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জামগ্রাম থানার বাসিন্দা। রবিবার ধৃত বাংলাদেশী নাগরিকদের বিএসএফ তুলে দিয়েছে মেখলিগঞ্জ পুলিশের হাতে। কি কারণে এরা অবৈধভাবে সীমান্ত পেড়িয়ে ভারতে এসেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।
এছাড়া, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর অধীন ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারের সময় উদ্ধার করেছে ৭০ টি গবাদি পশু, ১৬২০ বোতল ফেনসিডিল, ৪৮৯০ ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র। উদ্ধার হওয়া সামগ্রীর বর্তমান বাজারদর ৩৫ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা।